আমাদের ভারত, ৪ আগস্ট: ফের বিরোধী জোটের নাম নিয়ে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোটের নাম বদলে নতুন নামে তাকে ডাকার কথা বললেন। বিহারের এনডিএ শরিকদের সঙ্গে বৈঠক করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওদের ইন্ডিয়া বলবেন না, বলবেন ঘামান্ডিয়া। এই ঘামান্ডিয়া শব্দের অর্থ অহংকারী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, “দেশের স্বার্থে বা দেশপ্রেম দেখাতে নয়, কিছু মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষায় এই ইন্ডিয়া নামের জোট তৈরি করেছেন।” ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সামনে অন্যতম প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়া জোটকে দাঁড় করানোর চেষ্টা করছেন বিরোধীরা। তার জন্য ইতিমধ্যেই একাধিক বৈঠকেও মিলিত হয়েছেন। অন্যদিকে বিরোধী জোটের এই ইন্ডিয়া নামকরণ নিয়েই বারবার সরব হয়েছেন পদ্ম শিবিরের একাধিক নেতা। বিরোধীদের আক্রমণ করার ক্ষেত্রে কিভাবে ইন্ডিয়া শব্দটি উহ্য রাখা যায় তার পথও দলের কর্মীদের বাতলে দেওয়ার কাজ করেছেন বিজেপি নেতৃত্ব।
প্রধানমন্ত্রী বিরোধীদের আক্রমণ শানাতে গিয়ে ইন্ডিয়া জোটকে তুলনা করেছেন জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে। কখনো তুলনা করেছেন জঙ্গি গোষ্ঠী সিমির সঙ্গে। এরপর এনডিএর বৈঠকে তিনি দাবি করলেন, ব্যক্তি স্বার্থে কিছু দলকে একত্রিত করার চেষ্টা চলছে। তাই ওদের ইন্ডিয়া বলা উচিত নয় ওদের অহংকারী বা ঘামান্ডিয়া বলে ডাকা উচিত।
তবে মোদীর মুখে বারবার জোট শিবিরের ইন্ডিয়া নাম উঠে আসায় বিরোধীদের বক্তব্য, এর ফলে তাদের প্রচার সেরে দিচ্ছেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মনে হয় মোদীর নামটা খুব পছন্দ হয়েছে। তাই বারবার ইন্ডিয়া নিয়ে কথা বলছেন। বারবার ইন্ডিয়া নিয়ে মোদীর কথা বলি থেকে এটাও প্রমাণিত, যে বিরোধী জোটকে ভয় পেয়েছে বিজেপি।