সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি: অমৃত ভারত প্রকল্পে নবরূপে সেজে উঠবে বাঁকুড়া রেল স্টেশন। আজ এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের ১৫৪টি স্টেশনের উন্নত ও অত্যাধুনিক পরিষেবা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি অমৃত ভারত প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্হানে রেলওয়ে আন্ডারপাস ও ওভার ব্রিজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। আজ সকালে বাঁকুড়া রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের সূচনা ও কেঠারডাঙ্গা আন্ডারপাস শিলান্যাস উপলক্ষে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাঁকুড়া স্টেশনে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ও দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ম্যানেজার এস নারুলা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুভাষবাবু বলেন, সারা বাংলায় ৯৮টি মডেল স্টেশন হচ্ছে। আদ্রা ডিভিশনে ৬টি মডেল স্টেশনের মধ্যে বাঁকুড়া ও জয়চন্ডী পাহাড় স্টেশন রয়েছে।

আদ্রা ডিভিশনের জেনারেল ম্যানেজার এস নারুলা বলেন, এক বছরের মধ্যেই স্টেশনের নবরূপায়ণের কাজ
অনেকটাই হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আধুনিক মানের যাবতীয় পরিষেবা মিলবে স্টেশনে।

অপরদিকে স্টেশনের অদূরেই কেঠারডাঙ্গায় রেলওয়ে আন্ডারপাসের শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক নিলাদ্রী দানা সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। নিলাদ্রীবাবু বলেন, বাঁকুড়ার মানুষের বহুদিনের দাবি আজ মান্যতা লাভ করলো। এরজন্য বাঁকুড়াবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে কৃতজ্ঞ থাকবেন।

এদিনের অনুষ্ঠানে বহু মানুষ অংশ নেন। রেলমন্ত্রকের এই উন্নয়নে বাঁকুড়াকে সংযুক্ত করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

