নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:
আগামী ৭- ই মার্চ ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দিল্লি সূত্রে খবর, রাজ্য বিজেপির হয়ে এই সভা করতে ফের আসবেন তিনি। এর আগেও ব্রিগেডে দলের হয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নির্বাচনের আগে ব্রিগেডের সমাবেশ করে শক্তি পরীক্ষা করার একটা প্রচলিত চল রয়েছে বাংলায়। বহুদিন ধরে এই প্রচলিত ধারণায় বিশ্বাসী বামেরা। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ বামেরা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। ১০ লক্ষ মানুষের জমায়েত করার জন্য বামেরা তৈরি হচ্ছে। তার কয়েকদিন পরেই পাল্টা বিজেপিও ব্রিগেড সমাবেশ করছে। গেরুয়া শিবির আরও বেশি জমায়েত চাইছে কলকাতার ব্রিগেড ময়দানে। তারা ১২ লক্ষ মানুষের সমাবেশ চাইছে ব্রিগেডে। ইতিমধ্যেই জেলার সভাপতিদের কাছে ব্রিগেড সমাবেশের জন্য প্রস্তুতির নির্দেশ গেছে। ব্রিগেড সমাবেশের জন্য পোস্টার দেওয়াল লিখন করতে হবে। মন্ডল সভাপতিদের কাছে মুরলীধর সেন লেন থেকে এমন নির্দেশ চলে গিয়েছে বলে দলীয় সূত্রে খবর।