Modi, BJP, বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে করে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের ভারত, ৩ ডিসেম্বর: শীতকালীন সংসদের অধিবেশন শুরু হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল দশটা নাগাদ প্রধানমন্ত্রী ও বাংলার সংসদরা বৈঠকে বসেন। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়েই বিজেপি সাংসদ ও প্রধানমন্ত্রীর মধ্যে মত বিনিময় হয়েছে।

এই বৈঠকে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য, ২ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর সহ অন্যান্যরা। রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়াকে সরল ও স্বচ্ছ রাখার পরামর্শ দিয়েছেন মোদী। জোর দিয়ে বলেছেন, এসআইআর প্রক্রিয়াকে অযথা জটিল যেন না করা হয়। তৃণমূল স্তর পর্যন্ত এই বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর কথায়, এসআইআর ড্রাইভকে সহজ ও স্বচ্ছ রাখুন। এর একমাত্র উদ্দেশ্য হলো, যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং যারা যোগ্য নন তাদের বাদ দেওয়া।

২৬- এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য মনোযোগী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে বলেছেন তিনি বিজেপির বঙ্গ নেতৃত্বকে। বিরোধী দলের প্রচারে বিভ্রান্ত না হয়ে বিগত বছরগুলিতে দলের যে অগ্রগতি হয়েছে তাকে ধরে রাখা এবং তাতে আরো গুরুত্ব আরোপ করার পরামর্শ দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গে দলের অগ্রগতির কথা স্মরণ করিয়ে মোদী বলেন, ২০১৬ সালের পর থেকে যে উল্লেখযোগ্য অগ্রগতি তৈরি হয়েছিল সেই অগ্রগতিকে বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, নিশ্চিত করতে হবে আমরা যেন বাংলা নির্বাচনে জয়ী হবো। স্থানীয় ইস্যুর কথা সাংসদ বা প্রতিনিধিদের বার বার তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি। বিজেপি নেতাদের ওপর যে হামলা হচ্ছে তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর পরামর্শ দেন। জনসংযোগ বৃদ্ধি করলে তবেই নির্বাচনে সাফল্য আসবে। এটাই নির্বাচনে ভালো ফল করার চাবিকাঠি বলেও পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *