Narendra Modi, Manu, প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক জয়ী মনুকে ফোন‌ করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের ভারত, ২৮ জুলাই: প্যারিস অলিম্পিক্সে পদকের খাতা খুলেছেন মনু। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক জয়ের পরেই মনু ভাকেরকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, তুমি দেশের মুখ উজ্জ্বল করেছ। ইতিহাস লিখেছো। অনেক অভিনন্দন। মোদী বলেন, পরিশ্রমের ফসল পাচ্ছেন খেলোয়াড়রা।

মোদীর সঙ্গে ফোনালাপের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একজন মনুকে ফোনে যোগাযোগ করে বলছেন, “নমস্কার আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলছি।” এটা শোনার পরেই মনুর অভিব্যক্তি বদলে যায়। গর্বে উচ্ছ্বাসে দেশের প্রধানমন্ত্রীর ফোন পেয়ে মনু নমস্কার স্যার বলার পরেই বন্দেমাতরম রিংটোন বেজে ওঠে। পরো মুহূর্তে গর্বিত প্রধানমন্ত্রীর গলায় মনু ডাক। প্যারিস অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দেওয়া মনু ভাকের প্রধানমন্ত্রী মোদীকে বলেন, “নমস্তে স্যার।” প্রধানমন্ত্রীও বলেন, “তাকে মনু নমস্কার, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা।” প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মনু জিজ্ঞেস করেন, “স্যার আপনি কেমন আছেন?” প্রধানমন্ত্রী বলেন, “আমি ভালো আছি, বিশেষ করে আমাদের এই সাফল্যের খবর শোনার পর এত আনন্দ হচ্ছে।” প্রধানমন্ত্রীকে মনু আরো বলেন, “স্যার আমাদের অ্যাথলেটরা ভালো পারফর্ম করছেন।” প্রধানমন্ত্রী জবাবে বলেন, “আপনি ০.১ পয়েন্টের জন্য রূপো মিস করলেও কাঁসা পদক পেয়ে দেশকে গর্বিত করেছেন। আপনার দুই কারণে কৃতিত্ব হবে। প্রথমত আপনি পদক জিতেছেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে শুটিংয়ে আপনি পদক এনেছেন। আমার তরফে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। মনে পড়ে টোকিও অলিম্পিকে বন্দুক আপনাকে ধোঁকা দিয়েছিল। কিন্তু এবার আপনি সব প্রতিকূলতা ছাপিয়ে সাফল্য পেয়েছেন।”

মনু ভরসা দেন, তার সামনে আরো ইভেন্ট আছে। তাতে ভালো পারফরমেন্সের চেষ্টা করবেন। মোদীও জানান, “আপনার উপর ভরসা রয়েছে, আমিও আশাবাদী আপনি আরো ভালো পারফর্ম করবেন। শুরুটা এত সুন্দর হয়েছে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং উৎসাহ যোগাবে। মোদী জানতে চান দেশের বাকি অ্যাথলেটরা কেমন আছেন? ওখানকার ব্যবস্থাপনা সবটা ঠিক আছে কিনা? মনু বলেন, “সবাই খুশি স্যার, আপনাকে নমস্কার জানিয়েছে।” মোদী জানান, “আমরা চেষ্টা করছি ওখানকার সমস্ত ব্যবস্থাপনা যাতে ঠিকঠাক থাকে। আপনারা যে পরিশ্রম করেছেন তারই সাফল্য আসছে। আরো সাফল্য আসবে।” পরিবারের সঙ্গে মনু কথা বলেছেন কিনা তারও খোঁজ নেন মোদী। দেশের পাশাপাশি মনুর বাবা অনেক বেশি গর্বিত হবেন সেটা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *