আমাদের ভারত, ৬ আগস্ট: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পদকজয়ী মোহিত গ্রেবালকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী শুক্রবার টুইটারে লিখেছেন, “আমাদের কুস্তিগিররা অবিশ্বাস্য মান দেখালেন। পদক তালিকায় যুক্ত হলেন মোহিত গ্রেওয়াল। ব্রোঞ্জ পদক এনে দেওয়ার সাথে সাথে তাঁর তীক্ষ্ণ মান প্রতিফলিত হয়েছে। তাঁকে অভিনন্দন। আমি আশা করি তিনি সামনের সময়ে সাফল্যের নতুন উচ্চতা অতিক্রম করবেন।“
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ফ্রি-স্টাইল কুস্তিতে সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন ভারতের মোহিত গ্রেওয়াল। যদিও সেমিফাইনালে হেরে যাওয়ায় সোনা-রুপোর লড়াই থেকে ছিটকে যান মোহিত। যদিও বার্মিংহ্যাম থেকে একেবারে খালি হাতে ফিরছেন না মোহিত। তিনি দেশকে ব্রোঞ্জ পদক উপহার দেন।

