আমাদের ভারত, ১০ নভেম্বর: দীপাবলীতে স্থানীয় শিল্পীদের সৃষ্টির স্বপক্ষে সরব হওয়ার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আসুন এই দীপাবলীটি ১৪০ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমে তৈরি করি। উদ্যোক্তাদের সৃজনশীলতা এবং নিরলস মনোভাবের কারণেই আমরা ‘ভোকাল ফর লোকাল’ হতে পারি এবং ভারতের অগ্রগতি আরও এগিয়ে নিতে পারি। এই উৎসব একটি আত্মনির্ভর ভারত ঘোষণা করুক!”
এদিন এশিয়ার অন্যতম বৃহৎ বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা বায়োকন লিমিটেড-এর এক্সিকিউটিভ চেয়ারপার্সন তথা পদ্মভূষণ এবং পদ্মশ্রীপ্রাপ্ত উদ্যোগপতি কিরণ মজুমদার শ-র সংশ্লিষ্ট মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এ কথা লিখেছেন। কিরণ এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, ‘ভোকাল ফর লোকাল’ মিশন এবং এর সাথে আসা সৃজনশীলতা আমি ভালোবাসি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ এবং দেবী লক্ষ্মী এই দীপাবলিতে ভারতীয় উদ্যোক্তা এবং ব্যবসার উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন!”