আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: এশিয়ন গেমসে কৃতীদের বুধবার এক্স হ্যাণ্ডেলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভারতের ফের সোনা-সহ একাধিক পদক জয়ে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “ভারতের জন্য একটি অনুকরণীয় স্বর্ণ। মনু ভাকের, রিদম সাংওয়ান এবং এবং এষা সিং সমন্বিত ২৫ মিটার পিস্তল বিভাগে মহিলা দলকে তাদের অসাধারণ জয়ের জন্য অভিনন্দন! তাদের অসাধারণ টিমওয়ার্ক দারুণ ফল দিয়েছে। তাদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা রইল।
আমাদের নিবেদিত এবং প্রতিভাবান ‘৫০ মিটার রাইফেল ৩ পজিশন’-এর মহিলা দল এশিয়ান গেমসে একটি ভাল প্রাপ্য রৌপ্য পদক জিতেছে। তারা অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছে। সিফট কৌর সামরা, আশি চৌকসে এবং মানিনী কৌশিককে অভিনন্দন।”
বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “১৯তম এশিয়ান গেমসের ৪র্থ দিনে ভারতের পতাকা তার পঞ্চম সোনা এবং মোট ১৯টি পদক নিয়ে উচ্চে উড়তে চলেছে! ব্যক্তিগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে স্বর্ণপদক জেতার জন্য শুটার সিফ্ট কৌর সামরাকে আন্তরিক অভিনন্দন জানাই। একই ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য আশি চৌকসিকে সাধুবাদ।
মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতার জন্য মনু ভাকের, রিদম সাংওয়ান এবং এশা সিং-এর শুটিং দলের জন্য অত্যন্ত গর্বিত৷ ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের টিম শুটিং ইভেন্টে রৌপ্য পদক জেতার জন্য ভারতীয় মহিলা দলের সদস্য আশি চৌকসে, মানিনি কৌশিক এবং সিফ্ট কৌর সামরাকে শুভেচ্ছা জানাই।
এছাড়াও পুরুষদের স্কিট ইভেন্টে দল ব্রোঞ্জ জেতার জন্য অঙ্গদ বীর সিং বাজওয়া, গুরজোয়াট খাঙ্গুরা এবং অনন্ত জিত সিং নারুকাকে নিয়ে গঠিত ভারতীয় দলকে অভিনন্দন জানাই৷ সামনের দিনগুলিতে অনুরূপ কৃতিত্ব অর্জন চালিয়ে যান!
জয় ভারত!”