স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ আগস্ট: নিম্নমানের চাল, পোশাক এবং আলু দেওয়ার অভিযোগ তুললেন শিক্ষকরা। গুণমান খারাপ হওয়ার জন্য অবিভাবকরা ছাত্র-ছাত্রীদের পোশাকও নিচ্ছেন না। এমনকি এই নিম্নমানের চাল আলু দেওয়ার জন্য তাদের অমর্যাদা করা হচ্ছে, তাদের মান সম্মান হানি হচ্ছে এই অভিযোগ জানিয়ে কৃষ্ণগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিলেন কৃষ্ণগঞ্জ চক্রের প্রাথমিক শিক্ষকরা।

সরকারি বরাদ্দের বিভিন্ন জিনিস ছাত্র-ছাত্রীদের দিতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ জানালেন শিক্ষকরা। গতবছর পোশাকের জন্য বরাদ্দ ছিল মাত্র ৪০০ টাকা, কিন্তু এবার ৬০০ টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে পোশাক সরবরাহ করা হচ্ছে সেই পোশাক এতই নিম্নমানের যে তা অভিভাবকরা নিচ্ছেন না। এছাড়াও তারা মিড ডে মিলের চাল নিয়েও অভিযোগ করেছেন। শিক্ষকদের অভিযোগ, মিড ডে মিলের চাল কম দেওয়া হয় তার জন্য তারা ওজন যন্ত্র চেয়েছেন। এমনকি আলুও দেওয়া হয় অতি নিম্নমানের এবং কম। কারণ লকডাউনের সময় এই আলুর জন্য টাকার পরিমাণ বাড়ানো হলেও আলু কম সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। পাশাপাশি রান্নাঘর বানানো নিয়েও শিক্ষকরা অভিযোগ তুলেছেন। ঠিকাদাররা যেমন তেমন কাজ করে দিয়ে সই করে দেওয়ার জন্য তাদের ওপর চাপ দিচ্ছে বলেও তারা জানান।

শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সুকুমার হালদারের অভিযোগ, কৃষ্ণগঞ্জ ব্লকের পদাধিকার বলে প্রথম নাগরিক যিনি তিনি ব্লকের সমগ্র শিক্ষকদের চোর অপবাদ দিয়েছেন। আজ তার তীব্র বিরোধিতা এবং ঘৃণাভরে প্রতিবাদ করতেই আমাদের এখানে আসা।

