পুজোর মরশুমে জল ও বায়ুদূষণ রোধে বাঁকুড়ায় পুরোহিতদের কর্মশালা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ অক্টোবর: পুজোর মরশুমে পরিবেশ দূষণ মুক্ত রাখতে আজ এক আলোচনা সভার আয়োজন করা হয় বাঁকুড়ার জুনবেদিয়ায়। দুর্গা ও কালী পুজোর সময় জল ও বায়ূদূষণ বাড়ে। সামনেই দুর্গাপুজো। তাই এই সময় পুরোহিত ও পুজো উদ্যোক্তাদের সচেতন করতে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করে পরিবেশবাদী সংস্থা মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডস।

পুজোর পর ফুল ও বেলপাতা সহ বিভিন্ন পচনশীল সামগ্রী জলাশয়গুলিতে ফেলে দেওয়া হয়। এটাই রীতি। অধিকাংশ মানুষের বিশ্বাস পুজোর পর ফুলও পাতা সহ সবকিছু বর্জ্য জলে ফেলে দিতে হয়। এই রীতির ইতি টানতেই পুরোহিতদের কাছে আবেদন জানাতে বড়জোড়ায় এই আলোচনা সভার আয়োজন বলে সংস্হার পক্ষ থেকে জানানো হয়েছে। অনুরূপ অপর একটি সভা অনুষ্ঠিত হয় বড়জোড়ায়। পরিবেশ সুরক্ষায় বিশেষ করে জল সংরক্ষণের ওপর গান, গীতি আলেখ্য ও নাটক রচনা ও পরিবেশনা নিয়ে তালিম দেওয়া হয়।

সংস্থার সভাপতি সঙ্গীতা ধর বিশ্বাস জানান যে, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় যে এনভায়রনমেন্টাল মিউজিক ফেস্টিভ্যাল হয়েছিল সেখানে অংশগ্রহণকারী শিল্পীরা এই শিবিরে তালিম দেন। পরিবেশ সুরক্ষার পাশাপাশি আগামী ফেস্টিভ্যালের প্রস্তুতি ও পরিবেশবাদী গান, নাচ, নাটক ও আবৃত্তি চর্চার লক্ষ্যে এই শিবির দুটির আয়োজন করা হয়েছিল। এবছর নতুন ৫০টি গান, ৫টি গীতি আলেখ্য ও ২টি নাটক প্রস্তুত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *