জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ অক্টোবর: করোনায় আক্রান্ত হওয়ায় খড়্গপুরের এক ব্রাহ্মণ মশাই মুখ্যমন্ত্রীর হাত থেকে ভাতা নিতে না পারায় মাথার চুল ছিড়ছেন। মঙ্গলবার খড়্গপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুজন ব্রাহ্মণ পুরোহিতকে নিজের হাতে ভাতা তুলে দিয়ে জেলায় প্রকল্পের সূচনা করবেন বলে ঠিক করেছিলেন তাদের মধ্যে ছিলেন এই পুরোহিত মশাই।
পশ্চিম মেদিনীপুর জেলায় হিসেব অনুযায়ী ছয়শো জন পুরোহিত ভাতা পাচ্ছেন। ঠিক হয়েছিল মুখ্যমন্ত্রী জেলার দুজনের হাতে ভাতা তুলে দেবেন। সেইমতো খড়গপুর পুরসভার পক্ষ থেকে দু জনকে মনোনীত করা হয়। কিন্তু কোভিড প্রটোকল অনুযায়ী প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা থাকবেন তাদের আরটিপিসিআর এবং একটু দূরে যারা থাকবেন তাদের এন্টিজেন পরীক্ষা করানো ছিল বাধ্যতামূলক। সেইমতো মনোনীত দুই পুরোহিতের আরটিপিসিআর টেস্ট করানো হয়। এরপরই মনোনীত দুই পুরোহিতের একজনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। ফলে মনোনীত ওই পুরোহিতের মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া হয়নি।
পুরোহিত জানিয়েছেন, টাকাটা বড় কথা নয়, আসল কথা হল মুখ্যমন্ত্রীর হাত থেকে ভাতা নেওয়া, সেটাই ছিল সব থেকে বড় সম্মানের বিষয়।