আমাদের ভারত, ১ জুন : একেবারে মাসের শুরুতেই মধ্যবিত্তের পকেটের বড়সড় ধাক্কা। জুন মাসের শুরুতে কলকাতা সহ পশ্চিমবঙ্গে ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ৩২ টাকা। এর ফলে কলকাতা সহ রাজ্যে রান্নার গ্যাসের দাম হল ৬১৬ টাকা। মে মাসে সিলিন্ডারের দাম ছিল ৫৮৪ টাকা ৫০ পয়সা। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাসের দামে এর কোন প্রভাব পড়বে না।
লকডাউনের কারণে বহু মানুষেরই আয় কমেছে। অনেকের কাজও হারিয়েছেন। মুদিখানার জিনিসের দাম তো বেড়েই ছিল। আমফানের মত বড় দুর্যোগের পর সবজির দামও আগুন। এবার ধাক্কা লাগল জ্বালানিতে। গত মাসে অনেকটাই কমে ছিল গ্যাসের দাম ফলে কিছুটা স্বস্তি পেয়েছিল মধ্যবিত্ত। কিন্তু জুন মাসের প্রথম দিনে সেই স্বস্তি আর থাকলো না। দেশের তেল কোম্পানি গুলি প্রতি মাসের প্রথম দিনেই দাম নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারের মূল্যের কথা মাথায় রেখেই দাম নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়েছে তাই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে দেশের সবচেয়ে বড় তেল শোধন কারী সংস্থা আই ও সি।
দিল্লিতে সিলিন্ডার পিছু দাম বাড়ছে ৬৪ টাকা। কলকাতাসহ পশ্চিমবঙ্গে এই দাম বাড়ছে ৩২ টাকা। মুম্বাইতে ১১ টাকা, চেন্নাইতে ৩৭ টাকা। তবে ৩০ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে তিনটি সিলিন্ডার দেওয়ার কথা তা এখনও বজায় থাকছে।