জে মাহাতো, আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: কর্তব্য, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রপতি’র তরফ থেকে ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ দেওয়া হল খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়’কে।
তবে, ২০১৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্বাক্ষরিত এই পুরস্কার, আজ (১০ ফেব্রুয়ারি, ২০২২) তাঁর হাতে তুলে দেওয়া হল। মাঝখানে অতিমারি পর্বের কারণেই এত দেরিতে এই পুরস্কার পৌঁছল তাঁর হাতে। বর্তমানে, টাউন থানার ইন্সপেক্টর ইনচার্জের দায়িত্ব পালন করছেন বিশ্বরঞ্জন। তিনি একজন দক্ষ পুলিশ অফিসার হিসেবে জেলায় পরিচিত। এর আগে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, কেশপুর, ঘাটাল, খড়্গপুর গ্রামীণ সহ একাধিক থানার দায়িত্ব পালন করেছেন। একাধিক বড়সড় অপারেশন বা দুষ্কৃতী গ্যাং পাকড়াও করার ক্ষেত্রে সাফল্য পেয়েছেন বিশ্বরঞ্জন। সেজন্যই তাঁকে রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। বর্তমানে তিনি রেলশহর খড়্গপুরের দায়িত্ব পালন করে চলেছেন।