আমাদের ভারত, ২৫ জুলাই: রাজস্থানে স্কুলের ছাদ ভেঙ্গে পড়ায় আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “রাজস্থানের ঝালাওয়ারে একটি স্কুলের ছাদ ভেঙ্গে পড়ার ফলে অনেক শিক্ষার্থীর মৃত্যু ও আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। আমি প্রার্থনা করি ঈশ্বর যেন শোকাহত পরিবারগুলিকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। এই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
প্রসঙ্গত, টানা বৃষ্টিতে শুক্রবার ভয়াবহ দুর্ঘটনা হয় রাজস্থানে। হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে স্কুল বাড়ির ছাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ পড়ুয়ার। আহত হয় অন্তত ১৭। এই লেখা পর্যন্ত ধ্বংসস্তুপের নিচে কয়েকজন পড়ুয়া আটকে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।