President, Delhi blasts, বিস্ফোরণে মৃতদের স্বজনদের সমবেদনা রাষ্ট্রপতি মুর্মুর

আমাদের ভারত, ১১ নভেম্বর: দিল্লি বিস্ফোরণে মৃতদের স্বজনদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সোমবার বেশি রাতে তিনি এক্সবার্তায় লিখেছেন, “দিল্লিতে সংঘটিত বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

সূত্রের খবর, রবিবার উমর উন নবির সহযোগী দুই চিকিৎসক – মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাঠারকে গ্রেফতারের খবর জানার পরই ভয় পেয়ে উমর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের আগে ওই মডিউলের আস্তানায় প্রায় ২ হাজার ৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে এনআইএ ও রাজ্য পুলিশ। সোমবার সন্ধেয় লালকেল্লার পাশে নেটাজি সুভাষ মার্গে বিস্ফোরিত হয় একটি সাদা গাড়ি, তাতে উমরই ছিলেন চালকের আসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *