TMC, meeting, টিটাগড় জেলা কার্যালয়ে তৃণমূলের শহিদ সমাবেশের প্রস্তুতি বৈঠক

আমাদের ভারত, কলকাতা, ১৬ জুলাই: একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ। প্রতিবছরের মতো এবছরও ধর্মতলা চলো স্লোগানকে সামনে রেখে কলকাতায় জমায়েত হতে চলেছেন তৃণমূল নেতৃত্ব। শহিদ সমাবেশকে সামনে রেখে বিভিন্ন প্রান্তে ছোট ছোট করে মিটিং মিছিল করছে রাজ্যের শাসক দল। আজ ব্যারাকপুর, দমদম, তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের তরফে টিটাগর জেলা কার্যালয়ে শহিদ সমাবেশের প্রস্তুতি বৈঠক করা হলো। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, রাজ্যের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি তথা জোড়াসাঁকর বিধায়ক বিবেক গুপ্তা, বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর- দমদম সাংগঠনিক জেলার হিন্দি প্রকোষ্টের সভাপতি অমিত গুপ্তা ও অন্যান্য নেতৃবৃন্দ।

লোকসভা ভোটে শাসক দলের বিপুল জয়ের পর শহিদ সমাবেশের প্রস্তুতি বৈঠকেও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন প্রত্যেকেই। তাৎপর্যপূর্ণভাবে বরানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, সংবাদমাধ্যমে বা বিভিন্ন জায়গায় যা দেখছি তাতেই বোঝা যাচ্ছে আপাতত রাজভবন হয়তো মহিলাদের জন্য নিরাপদ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *