পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: আগামী ১০ মার্চ কেন্দ্রীয় সরকারের নানা জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে আজ পশ্চিম মেদিনীপুরের শালবনির ৮ নম্বর অঞ্চলে শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে একটি জনসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, ব্লক সভাপতি জ্যোতি প্রসাদ মাহাতো, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সহ অন্যান্য নেতারা।
এই জনসভায় প্রায় হাজার পাঁচেক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকের এই সভায় প্রত্যেক বক্তাই নিজেদের কর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে একজোট হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী ১০ মার্চের ব্রিগেড সমাবেশের জন্য এই ব্লক থেকে সবচেয়ে বেশি লোক নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।