আমাদের ভারত, ১১ জুলাই: দুর্গাপুজো প্রায় দোড়গোড়ায় কড়া নাড়ছে৷ আনন্দে মেতে উঠবে আট থেকে আশি সকলেই৷ করোনা অতিমারির প্রভাবে শুধু মানুষ নয়, সারা পৃথিবী একটা সময় থমকে গিয়েছিল। এই অবস্থাটা কাটিয়ে উঠে মানুষ আজ মুক্তির সন্ধান করছে। সারা পৃথিবী জুড়েই মুক্তির স্বাদ খুঁজছে মানুষ। গোটা পুজো মণ্ডপ জুড়েই গত বছর এই ছবি তুলে ধরেছিল কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। তাদের থিম ছিল ‘কলরব’৷
কিন্তু যাচ্ছি-যাব করেও বিদায় নিচ্ছে না করোনা। নয়া প্রবাহের ইঙ্গিত দিচ্ছে অতিমারি। এই পরিস্থিতিতেও ব্যস্ত কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আগামী ১৭ ই জুলাই তাঁদের খুঁটিপুজো। এবারের থিম কী হবে? ক্লাবের তরফে দেবাশিস ভট্টাচার্য এই প্রতিবেদককে বলেন, “এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয়। কারণ শিল্পী চান না। মন্ডপে এমন কিছু ব্যবহার হবে যা আগে হয়নি। এই থিম অন্য কোথাও সম্ভব হবে না। এবার পুজোর ৯২ তম বর্ষ। গত বছর বাজেট ছিল ১২ লাখ টাকা। এই বছর ৩৫ লাখ টাকা। প্রতিমা শিল্পী নব কুমার পাল। সমগ্র পরিকল্পনা ও রূপায়ণ বিশ্বনাথ দে। বিশদ ভাবনা খুঁটি পুজোর দিন প্রকাশ করা হবে।“
এক কর্মকর্তা বলেন, “কলকাতা পুলিশের ম্যাপে কুমোরটুলি পার্ক একটা আলাদা জায়গা করে নেয়। এখানে লক্ষ-লক্ষ মানুষের সমাগম হয়। তবে করোনা পরিস্থিতির জন্য এবারও বিশেষ সর্তকতা অবলম্বন করা হবে। হাইকোর্টের নির্দেশ মেনে গত বছর দর্শনার্থীদের পুজো মণ্ডপের বাইরে থেকেই দুর্গা প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছিল। মাস্ক-স্যানিটাইজারের ব্যবস্থাও ছিল। এবারেও থাকছে উপযুক্ত সতর্কতা।“