দুর্গা পুজো কার্নিভালের প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে, জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে হলো বৈঠক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ অক্টোবর: দুর্গা পুজোকে কেন্দ্র করে কার্নিভালের প্রস্তুতি শুরু হল জলপাইগুড়ি জেলা প্রশাসনের। শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে পুরসভার সহযোগিতায় বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে বৈঠক হল প্রয়াস হল ঘরে। বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুদীপ পাল, পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা, এছাড়াও দমকল, ট্র‍্যাফিক পুলিশ। ২৬ অক্টবর হবে কার্নিভাল।

এদিন বিভিন্ন পুজো কমিটি বৈঠকে এসেছিল। এখনও পর্যন্ত ১৩টি পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছে। এমনকি শহরের বাইরের কোনো পুজো কমিটি যদি চায় কার্নিভালে অংশ গ্রহণ করতে পারবে বলে দাবি প্রশাসনের। পুজো কমিটির প্রতিনিধি ও কাউন্সিলরা দাবি করেন, কার্নিভাল শহরের মূল রাস্তা দিয়ে করা হোক সেই দাবি মেনে জেলাশাসককে বিষয়টি তুলে ধরা হবে জানালেন সদর মহকুমাশাসক সুদীপ পাল।

অন্যদিকে পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “কার্নিভাল নিয়ে আলোচনা হল সব পুজো কমিটির সঙ্গে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *