পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৩১ আগস্ট: আর এক মাস পর শুরু বাঙালির প্রাণের পুজো দুর্গোৎসব। তারই প্রাক প্রস্তুতি আজ থেকে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার মিনি ইন্ডিয়া তথা খড়্গপুর শহরে গণেশ পুজোর মধ্যে দিয়ে। সারা দেশের সঙ্গে খড়্গপুর শহরের আবালবৃদ্ধবনিতা মেতে উঠেছে গণেশ বন্দনায়। খড়্গপুর শহরে ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজার গণেশ পুজো হয় সাড়ম্বরে। শহরের কয়েকটি বড় পুজো গণেশ পুজো দুর্গা পুজোকেও হার মানিয়ে দেবে। খড়্গপুর শহরের সাইনি স্টার বয়েজ ক্লাবের শ্রী শ্রী গণেশ পূজা এই বছর ২২ বছরে পদার্পণ করল। এই পুজোয় দেবতার উদ্দেশ্যে বাংলার সবচেয়ে বৃহত্তম ২৫১ কেজির বোঁদের লাড্ডু উৎসর্গ করা হয়।

পাশাপাশি খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্ট, ওল্ড সেটেলমেন্ট, খড়িদা, নিমপুরা এলাকার পুজো দেখার মতো। এই পুজো উপলক্ষ্যে সুন্দর এবং সুস্থভাবে সম্পন্ন করতে খড়্গপুর পৌরসভা সদা তৎপর। পুজোর এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো, এলাকায় পথ বাতি, রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে বলে জানান খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার।


