পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: আগামী ২১ জুলাই কলকাতার ধর্মতলাতে শহিদ সভা করবে তৃণমূল। সেই সভা সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১২ নম্বর অঞ্চলের খড়্কুশমা বাজারে প্রস্তুতি মিছিল করলো তৃণমূল নেতা- কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মিঠু প্রতিহার, রাজ্য শিক্ষক সেলের সাধারণ সম্পাদক শান্তনু দে, জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম সিংহ রায়, মহিলা নেত্রী সাবিনা মন্ডল সহ তৃণমূলের অন্যান্য নেতা- কর্মীরা। এদিন এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন। গোটা বাজার এলাকা মিছিল পরিক্রমা করে, অবশেষে পথসভার মাধ্যমে শেষ হয় এই প্রস্তুতি কর্মসূচি।