সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ সেপ্টেম্বর: অমৃত ভারত প্রকল্পে বাঁকুড়া স্টেশনকে মডেল স্টেশন হিসাবে গড়ে তুলতে জোর প্রস্তুতি শুরু হয়েছে। মডেল স্টেশনের পরিকল্পনা রূপায়ণে গতকাল ফের দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএমএস নারুলা বাঁকুড়া স্টেশন পরিদর্শন করেন। স্টেশনের সাইকেল স্টান্ড নির্মাণের কাজ খতিয়ে দেখেন তিনি।
সম্প্রতি তিনি স্টেশন পরিদর্শন করে যাওয়ার পর ফের আজ পরিদর্শন করেন।প্রস্তাবিত সাইকেল স্ট্যান্ডটি স্টেশন সংলগ্ন বাঁকুড়ার ছোট লাইন খ্যাত বিডিআর স্টেশন লাগোয়া এলাকায় নির্মিত হবে। বাঁকুড়া স্টেশনে ইতিমধ্যেই একটি প্ল্যাটফর্ম বাড়ানো হয়েছে। স্টেশনে লিফটেরও ব্যবস্থা হয়েছে।মডেল স্টেশন হলে বাঁকুড়া স্টেশনের রূপ সম্পূর্ণ বদলে যাবে সে কথা বলাই বাহুল্য।
এ বিষয়ে বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা বলেন, বাঁকুড়া স্টেশনকে নবরূপে সাজিয়ে তোলার জন্য আমি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সরাসরি যোগাযোগ করে আবেদন জানাই। এরজন্য আমি খুশি। তিনি জানা,ন আগামী দীপাবলীর দিন মডেল স্টেশনের কাজ শুরু হবে বলে স্থির হয়েছে।
এদিকে অমৃত ভারত প্রকল্পে বাঁকুড়া স্টেশন নবরূপে সেজে ওঠার খবরে খুশির হাওয়া বাঁকুড়ায়। সেদিকেই তাকিয়ে বাঁকুড়াবাসী।