নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি, কেশিয়াড়িতে মিছিল তৃণমূলের

পার্থ খাঁড়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তাকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় কোচবিহার থেকে জনজোয়ার যাত্রা শুরু করেছেন। এই জনজোয়ার যাত্রা রাজ্যের প্রতিটি জেলা পরিক্রমা করবে।

গত পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিল প্রায় ৯৮ শতাংশ আসন। রক্ত‌ও ঝরেছিল। এবার সেই প্রবণতা রুখতে এই কর্মসূচি। এই মাসের শেষের দিকে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করবে এই জনজোয়ার যাত্রা। ঝাড়গ্ৰাম হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্ত এলাকা কেশিয়াড়ি ব্লক দিয়ে এই কর্মসূচির সূচনা হবে। এই কর্মসূচি সফল করার জন্য জেলার প্রতিটি বুথ থেকে অঞ্চল পর্যন্ত তৃণমূলের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। কেশিয়াড়ি ব্লকে যেহেতু প্রথমে প্রবেশ করবে, তাই এই ব্লকের বিভিন্ন প্রান্তে মিটিং, মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। তার‌ই প্রস্তুতি হিসেবে কেশিয়াড়ি ব্লকের ৪নং অঞ্চলের বিনন্দপুর বুথে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে সামনে রেখে মিছিল সংগঠিত হয়। মিছিলটি প্রায় তিন কিলোমিটার পথ পরিক্রমা করে। মিছিল শেষে পথসভাও অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কল্পনা শীট, জেলা সম্পাদক পবিত্র শীট যুব সভাপতি সঞ্জয় গোস্বামী সহ অঞ্চলের অন্যান্য নেতৃত্বরা। মিছিলে প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতি ছিল।

এই মাসের ২৭ তারিখ পশ্চিম মেদিনীপুরে আসছে নব জোয়ার যাত্রা। সূত্র মারফৎ খবর, আগামী ২৮ তারিখ শহিদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানে শ্রদ্ধা জানাতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে শহিদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে পরিদর্শনে আসেন কেশপুর ও আনন্দপুর থানার পুলিশ আধিকারিক। শহিদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানের কোন কোন জায়গায় যেতে পারেন সে বিষয়ে বসু পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করলেন। পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, বসু পরিবারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *