পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ আগস্ট: ৫ আগস্ট এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০তম স্মরণ দিবস উদযাপনের প্রস্তুতিতে সভা। দলের মেচেদা লোকাল কমিটির উদ্যোগে আজ বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ও নোনাকুড়ি লোকাল কমিটির উদ্যোগে নোনাকুড়ি বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এই সভা অনুষ্ঠিত হয়।
নোনাকুড়ির সভায় মূল বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের রাজ্য কমিটির সদস্য দিলীপ মাইতি। মেচেদার সভায় বক্তব্য রাখেন, দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মধুসূদন বেরা ও নারায়ণ চন্দ্র নায়ক। দুটি সভাতেই উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি। অন্যদিকে ঐ কর্মসূচির প্রস্তুতিতে আজ সকালে ভোগপুর, বিকেলে পাঁশকুড়ায় অনুরূপ প্রচারসভা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শিবদাস ঘোষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, পরবর্তী ক্ষেত্রে এসইউসিআই (কমিউনিস্ট) দল গঠন, পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে দলকে শক্তিশালী করা প্রভৃতি বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। এমনকি দলকে এলাকায় শক্তিশালী করার পাশাপাশি দলের নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।