পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: আজ মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আগামী ৬ আগস্ট ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা কর্মসূচিকে সফল করে তুলতে এই সভার আয়োজন।
সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক সুজয় হাজরা। তারা পদযাত্রা কর্মসূচিকে ঘিরে সংগঠনকে আরও সক্রিয় করার বার্তা দেন এবং কর্মীদের মধ্যে উজ্জীবিত মনোভাব লক্ষ্য করা যায়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সকল স্তরের কর্মীদের এই কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করে তোলার আহ্বান জানান।