আমাদের ভারত, হুগলি, ২২ আগস্ট: এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুরোহিতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার কোন্নগরের এসএন মুখার্জি স্ট্রিট এলাকায়। অভিযুক্ত ওই পন্ডিতের নাম কেদারনাথ রানা। এই ঘটনায় ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে খবর মিলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগেই বিহার থেকে কোন্নগরের এসএন মুখার্জি স্ট্রিট এলাকায় আসে ওই পুরোহিত। সেখানে একটি বাড়ি ভাড়া নিয়ে স্থানীয় একটি মন্দিরে পুরোহিতের কাজ করত অভিযুক্ত। সেই মন্দিরেই যাতায়াত করত স্থানীয় ওই কিশোরী। প্রসাদ খাওয়ানোর আছিলায় মাঝে মধ্যেই পুরোহিতের ঘরে নিয়ে যেত ওই কিশোরীকে। পুরোহিতের স্ত্রী কয়েক মাস বাড়িতে না থাকায় বাড়ি ফাঁকাই থাকত বলে খবর। সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই কিশোরীকে একাধিক বার ধর্ষণ করে বলে অভিযোগ।
কয়েকদিন আগেই ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে বলে খবর। তাকে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে পাঁচ মাসের গর্ভবতী বলে পরিবারকে জানায়। চিকিৎসকদের এই কথায় পরিবারের মাথায় বজ্রপাত হয়। এরপর ওই কিশোরী কান্নায় ভেঙে পড়ে, একই সঙ্গে পরিবারকে সব খুলে বলে।
ওই কিশোরী পরিবারকে জানায়, বাড়িতে জানালে খুন করার হুমকি দিয়েছিল পুরোহিত। রবিবার রাতে পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই মন্দিরের পুরোহিতকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফজত চেয়ে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

