আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৭ আগস্ট: বারাসাত জেলা হাসপাতালে গর্ভবতী এক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাল মৃত রোগীর পরিবারের সদস্যরা। মৃত রোগীর নাম রত্না দাস (২৬)। বুধবার সকালে ওই রোগীকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। মৃতের বাড়ি ঘোলা থানা এলাকায়। বুধবার ওই রোগীর প্রসব যন্ত্রণা উঠলে তার পরিবারের সদস্যরা ওই রোগীকে দ্রুত বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করে। বুধবার রাতে অপারেশন রুমে হঠাৎই মৃত্যু হয় ওই রোগীর।

মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে বারাসাত জেলা হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালের সুপার ও কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনেছে মৃতের পরিবারের সদস্যরা। ওই রোগীর মৃত্যুর পর বারাসাত জেলা হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বারাসাত থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারী মৃতের পরিবারের সদস্যদের হাসপাতাল চত্বর থেকে বাইরে বের করে দেয় পুলিশ কর্মীরা। এরপর বারাসাত হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

