আমাদের ভারত, ২৪ আগস্ট: ভারত সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে র্যাবিস মুক্ত ভারত গড়ে তোলা। সেই পথেই সমান তালে কাজ করছে ‘প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর যুবশক্তি। ২০২০ সাল থেকে শুরু হওয়া তাদের প্রকল্প “প্রজেক্ট অবলা” ইতিমধ্যেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
রবিবার নিউটাউন ও কেষ্টপুরে প্রয়াসের উদ্যোগে মোট ৫৯টি পথকুকুরকে প্রতিষেধক দেওয়া হয়। প্রবল নিম্নচাপ ও অবিরাম বর্ষণ উপেক্ষা করেই এই কাজ করেন সংগঠনের সদস্যরা। উল্লেখযোগ্যভাবে, প্রকল্পের সূচনা থেকে এ পর্যন্ত তারা ২৩৩৭টিরও বেশি পথপশুকে প্রতিষেধক করেছেন।
এই কার্যক্রমে অভিজ্ঞ পশুচিকিৎসক ও কলকাতা পুরসভার ‘ক্যাচার’-রা বিশেষভাবে সহযোগিতা করেছেন। প্রয়াসের তরুণ সদস্যদের সঙ্গে একযোগে কাজ করে তারা প্রতিষেধক প্রক্রিয়াকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।
প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তথা বিশ্বরেকর্ডধারী ২৩ বছর বয়সী সৌরাশীষ ঘোষ জানান, “সমাজের স্বার্থে কাজ করাই আমাদের প্রতিবাদ। যখন সমগ্র দেশ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশকে ঘিরে পথে নেমে অবস্থান জানাচ্ছে, তখন আমরা কাজের মাধ্যমে বার্তা দিতে চাই যে সমাধান সচেতনতায় ও প্রতিষেধকে।”
প্রয়াসের সদস্যরা অধিকাংশই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তবুও নিজেদের পড়াশোনার পাশাপাশি তারা নিয়মিত যুক্ত রয়েছেন এই সামাজিক কাজে। শুধু তাই নয়, প্রাণী নির্যাতনের বিরুদ্ধেও তারা সরব। সম্প্রতি নিউটাউনে ৯টি পথকুকুরকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
প্রয়াসের যুব সদস্যদের বার্তা, আগামী দিনে শুধু কলকাতা নয়, সমগ্র পশ্চিমবঙ্গজুড়েই “প্রজেক্ট অবলা”-র কার্যক্রমকে ছড়িয়ে দেওয়া হবে। তাদের লক্ষ্য – জলাতঙ্ক মুক্তি ও প্রাণী-মানব সহাবস্থানের এক সুস্থ সমাজ গড়ে তোলা।