আমাদের ভারত, কলকাতা, ৩ জুলাই: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি। শুক্রবার ভোর ৫.৩০ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
১৯৬৯ সালের ১ জুন তাঁর জন্ম। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বর্ষীয়ান আইনজীবী মুকুল প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ছিলেন বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়। ১৯৯৫ সালের ২৫ জানুয়ারি থেকে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন তিনি। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্বভার সামলান। পাশাপাশি, ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি অল ইন্ডিয়া রেডিও’র যুব বাণী বিভাগে পাশ্চাত্য সঙ্গীত পরিচালনার কাজে নিযুক্ত ছিলেন।