লকডাউনের ফলে ভবঘুরেদের খাবারের সমস্যা, এমন একজনের পাশে দাঁড়ালেন মছলন্দপুরের প্রশান্ত

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ আগস্ট: অন্যান্যরা যখন অসহায় এক বৃদ্ধের দিকে নজর হারিয়ে ফেলেছেন ঠিক সেই মুহূর্তে একটি বেসরকারি বীমা কোম্পানির এজেন্ট প্রশান্ত বোস লকডাউনের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় পাঁচ মাস ধরে অসহায় ভারসাম্যহীন এক বৃদ্ধকে খাবার জুগিয়ে চলেছেন দুবেলা। উত্তর ২৪ পরগণার মছলন্দপুর নতুন বাজারের মন্দিরের পাশে বসে থাকতেন ষাটোর্ধ্ব বৃদ্ধ গোকুল সাহা।

লকডাউনের আগে কেউ চা-বিস্কুট কিংবা সকালের খাবার দিতেন। কোনও কোনও দিন হোটেলের আস্তাকুরের খাবার খেয়েই দিন কাটত গোকুলবাবুর। লকডাউনের ফলে বন্ধ হয়ে যায় হোটেলগুলো। ফলে তাঁর খাবার জোগাড় নিয়ে সমস্যা দেখা দেয়। ঠিক সেই সময় প্রশান্তবাবু তার পাশে দাঁড়ায়। তিনি নিজের উদ্যোগে ওই বৃদ্ধের খাবারের দায়িত্ব তুলে নেয়। প্রত্যেকদিন বাড়ি থেকে নিজের হাতে খাবার এনে পৌঁছে দেন।

প্রচারবিমুখ প্রশান্তবাবু অনেক জোরাজুরির পর জানান, আমি শুধুমাত্র মানসিক শান্তির জন্যই আমার পিতৃসম গোকুলবাবুকে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দিচ্ছি। আমার পরিবারের অন্যান্য সদস্যরা যখন আমার ইচ্ছার কথা শুনলেন, তখন তাঁরাও দ্বিতীয়বার ভাবেনি। বরং বাড়ির সকলেই খুবই যত্নের সঙ্গে তাঁর খাবারের ব্যবস্থা করে দিয়ে আমাকে মনে করিয়ে দেয়। আমার সামর্থ্য অনুযায়ী এটুকু করতে পেরে নিজের মনের কাছে ভাল লাগছে এর বেশি আর কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *