আমাদের ভারত , বালুরঘাট, ১৪ ফেব্রুয়ারি: বয়স্ক মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বৃদ্ধ বৃদ্ধাদের রাত্রিকালীন পরিষেবা দিতে ‘প্রণাম’ কর্মসূচির উদ্বোধন হল বালুরঘাটে। শুক্রবার বালুরঘাট থানায় আনুষ্ঠানিক ভাবে ‘প্রণাম’ কর্মসূচির সূচনা করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, অতিরিক্ত জেলা পুলিশ সুপার। পুলিশ সূত্রের খবর, এই কর্মসূচির মাধ্যমে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহর জুড়ে পরিষেবা দেবেন পুলিশ কর্মীরা। পুলিশের দেওয়া বিশেষ কার্ডের ফোন নম্বরের মাধ্যমে নিজেদের অসুবিধার কথা জানাতে পারবেন বয়স্ক মানুষজন। খবর পেতেই দ্রুততার সাথে পরিষেবা পৌঁছে দেওয়া হবে পুলিশের উদ্যোগে।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, শহরের ২৫টি ওয়ার্ডকে পাঁচটি ভাগে ভাগ করে কাজ করা হবে। একজন পুলিশ অফিসার সহ বেশকিছু করে সিভিক ভলান্টিয়ার থাকবেন এক একটি জোনে। বৃদ্ধ বৃদ্ধাদের অসুবিধার খবর পাওয়া মাত্র তাঁদের কাছে পৌঁছে তার সমাধান করা হবে পুলিশের তরফে।