স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২ সেপ্টেম্বর: রাম বনবাসে গেলে ভরত রামের পাদুকা রেখে পূজা করতেন। তেমন প্রণব মুখার্জির পাদুকা রেখে পুজো করতেন শ্যামলবাবু।এমনই ঘটনা ঘটিয়েছেন রায়গঞ্জ দেবীনগরের বাসিন্দা শ্যামল ব্রহ্ম। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চটি পূজা করেন শ্যামলবাবু। শ্যামলবাবুর সঙ্গে তার হৃদ্যতা এমনই গভীর ছিল। রায়গঞ্জ ব্লকের দুর্গাপুর পাবলিক স্কুলের চিফ পেট্রোন ছিলেন প্রণব মুখার্জি। সেখানেই রাখা আছে প্রণববাবুর চটি।

গতপরশু বিকালে প্রয়াত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। উত্তর দিনাজপুর জেলা প্রিয়রঞ্জন দাশমুন্সির গড় হিসেবে পরিচিত ছিল। সেই গড়ে একমাত্র শ্যামল ব্রহ্ম ছিলেন প্রণব মুখার্জি অনুগামী। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রণববাবুর জীবনে উথান পতন এলেও শ্যামলবাবু কোনও দিন প্রণব মুখার্জিকে ছেড়ে যাননি। আজ তার স্মৃতি রোমন্থন করতে গিয়ে শ্যামলবাবু জানান, ১৯৮৭ সালে প্রণববাবুর সঙ্গে তার পরিচয় হয়। ওই সালেই শ্যামল ব্রহ্মের বাড়িতে এসেছিলেন। ধীরে ধীরে সেই পরিচয় পারিবারের সঙ্গে মিশে যায়। ২০০৯ সালে শ্যামলবাবুর স্কুল উদ্বোধনে এসেছিলেন প্রণব মুখার্জি। পরে ২০১৮ সালে শ্যামলবাবুর মহিলা কলেজ উদ্বোধন করতেও এসেছিলেন প্রণববাবু। প্রণববাবু ছিলেন তাঁর পিতৃতুল্য। এই দূর্গাপুরে পাবলিক স্কুল তৈরীর পর তিনি সেই স্কুলের উদ্বোধনে আসেন। তিনি চীফ পেট্রন থাকার অনুমতি দিয়ে স্বাক্ষর করেন।

বীরভূমের কীর্নাহারের বাড়িতে দূর্গাপূজায় তিনি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালম করতেন। তাই প্রণববাবুকে কাছে না পাওয়ায় তাঁর চটি দেবার আবেদন করেন। ২০০৯ সালে প্রণববাবু সেই আবেদনে সাড়া দিয়ে তাঁকে চটি দেন। সেই চটি স্কুলে রেখে পূজা দেন শ্যামলবাবু।


