আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩১ আগস্ট: দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত জঙ্গিপুরের বাসিন্দারা। ২০০৪ সাল থেকে টানা দুবার জঙ্গিপুরের সাংসদ নির্বাচিত হন। পরে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। জঙ্গিপুর সহ মুর্শিদাবাদ জেলাতে একাধিক কর্মকান্ড করেছেন প্রণব বাবু। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় সাংসদ নির্বাচিত হন এবং ২০১৯ সালে তৃণমূলের হাতে পরাজিত হন। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। নবগ্রামে সেনা ছাউনি তাঁর হাত দিয়ে তৈরি হয়েছে।

