আমাদের ভারত,৩১ আগস্ট: শেষ পর্যন্ত আর লড়াইটা চালিয়ে নিয়ে যেতে পারলেন না। দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের প্রাক্তন তথা একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় রাজনীতির এক বিরাট অধ্যায়ের অবসান হলো। সোমবার বিকেল পৌনে ছটা নাগাদ তার পুত্র অভিজিৎ মুখার্জি টুইট করে তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।
গত ৯ আগস্ট নিজের বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। পরদিন সকালে বাঁহাত অবশ হতে থাকায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার তড়িঘড়ি অপারেশন করার সিদ্ধান্ত নেন। অপারেশনের আগে করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে। অস্ত্রোপচারের আগে নিজের করোনা পজিটিভ হবার কথা টুইট করে জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। এটাই ছিল তার শেষ টুইট।
অস্ত্রোপচার করে তার মাথায় জমাট বাঁধা রক্ত বের করা হয়। তারপর থেকেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। ১৩ আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। মাঝে কিছুদিন চিকিৎসায় সাড়া দিলেও অবস্থা খারাপ হয় কাল থেকে।
মস্তিষ্কে রক্তক্ষরণ অস্ত্রপ্রচার তারপরে করোনা সংক্রমণ একসাথে এত ধাক্কা শেষ পর্যন্ত আর সামলে নিতে পারলেন না। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বাধীনতা-উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম এই বাঙালি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পঞ্চাশ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। ১৯৯৭ সালে তিনি সেরা সাংসদের পুরস্কার পেয়েছিলেন। ২০০৮ পদ্মবিভূষণ সম্মান পান তিনি।

