আমাদের ভারত, ১৩ নভেম্বর: বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে উপনির্বাচনে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
এ দিন হাসপাতালে মৃত্যু হয় ভাটপাড়ায় গুলিবিদ্ধ এক তৃণমূল নেতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়ে কমিশন বলে গুলিকাণ্ডের প্রভাব যেন না পড়ে ভোটে। এলাকায় টহলদারি চালায় পুলিশ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠতে থাকে।
শুভঙ্করবাবু সংবাদমাধ্যমে দাবি করলেন, কোথাও বিরোধী দলের এজেন্টদের পোলিং বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে না, কোথাও এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে। এমনকি ভোটারদেরও ভয় দেখানোর অভিযোগ করলেন তিনি। নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি করলেন তিনি।