আমাদের ভারত, ৮ আগস্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে, সেই প্রেক্ষিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করল রাজ্যের বিদ্যুৎ দফতর।
সোমবার দুপুর দু’টোর সময় বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রয়োজনীয় নির্দেশ দেন। মন্ত্রী সমস্ত আধিকারিকদের সদা সতর্ক থাকার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার সহ উচ্চপদস্থ কিছু আধিকারিক।
বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুমের ফোন নম্বর জানানো হয়। ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪-এ আপৎকালীন পরিস্থিতিতে খবর দিতে বলা হয়েছে।