আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: বিদ্যুৎতের খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ঠ হয়ে জ্বলে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল বিদ্যুত দপ্তরের কর্মীর। তড়িঘড়ি তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা করা যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিদ্যুত দপ্তরের ওই কর্মীর। মৃত কর্মী পটাশপুর থানার ধগড়াবাঁকা গ্রামের কার্ওিক পাখিরা (৩৫)।
জানাগেছে, পটাশপুরে আজ ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুত বন্ধ করে তার মেরামতির কাজ করতে যাছিল কার্ওিক। কিন্তু কোনও কারণে তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েনি। কাজ করতে উঠে আচমকা হাইটেনশন লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয় কার্ওিক। খুঁটির মাথায় কার্তিকের দেহ জ্বলতে থাকে। এরপর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।