আমাদের ভারত, ৭ জুলাই: দেশজুড়ে ব্যাপক কয়লা সংকট দেখা দিয়েছে গত এক বছরে। এই সংকটের মাত্রা বেড়েছে। ঘাটতি মেটাতে কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু সেই সিদ্ধান্তের ফলে দেখা গেছে অন্য অসুবিধা। আমদানি করা কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতের খরচ বেড়ে যাচ্ছে অনেকটাই বেশি। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমজনতার।
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিংয়ের কথায় উদ্বেগ বেড়েছে দেশের মানুষের। তিনি বলেন, বিদ্যুতের চাহিদা যেমন বাড়ছে তেমনি বাড়তে পারে বিদ্যুতের দামও। তবে কতটা বাড়বে বিদ্যুতের দাম, তা কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে জানাননি। তার মতে আমদানীকৃত কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদিত হলে তার দাম ৬০ থেকে ৮০পয়সা পর্যন্ত বাড়তে পারে।
বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদক সংস্থা বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা থেকেই কয়লা আমদানিতে আপত্তি জানিয়েছিল। কিন্তু দেশের যে পরিমাণ কয়লার ঘাটতি দেখা দিয়েছে তাতে আমদানি ছাড়া অন্য কোনো উপায় নেই কেন্দ্রের কাছে, তবে আমদানির ফলে দাম বাড়ার সম্ভাবনার কথাও জানিয়ে রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
২০১৫ সালে শেষবার সংকটের কারণে কয়লা উৎপাদন করেছিল কোল ইন্ডিয়া। তারপর থেকে আর প্রয়োজন পড়েনি। বিগত এক বছর ধরে দেশের বিভিন্ন রাজ্যে ব্যাপক পরিমাণে বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে। এপ্রিল মাসেই সংকট বড় আকার নিয়েছিল। সেই পরিস্থিতি যাতে কোনোভাবেই আর বড় আকার ধারণ না করে তার জন্য আগে ভাগেই জ্বালানি সংকট মেটাতে চাইছে কেন্দ্র সরকার।