পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: বিদ্যালয়ে পঠন-পাঠনের পাশাপাশি ভবিষ্যতে ছাত্র ছাত্রীদের স্বাবলম্বী করতে আয়োজন করা হলো “পৌষালি হাওয়ায় পিঠে- পুলি উৎসব- ২০২৫” নামক এক কর্মসূচির। যেখানে বিদ্যালয়ে গতানুগতিক পঠন-পাঠনের এক ঘেয়ে পরিবেশ থেকে বেরিয়ে আনন্দ ও উৎসাহের সঙ্গে এই উৎসবে অংশগ্রহণ করে ছাত্র- ছাত্রীরা। সমস্ত বিষয়ে তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন শিক্ষক শিক্ষারা।
আজ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বড়মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই অভিনব কর্মসূচির আয়োজন করা হয়। এই উৎসবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা পৌষালী বিভিন্ন পিঠে-পুলি নিয়ে স্টল দেয়। পাশাপাশি ছিল চিকেন পকোড়া, বিরিয়ানি, ফুচকা চা-কফির মতো অন্যান্য খাদ্য সামগ্রী। ন্যায্য মূল্যে ওই সকল খাদ্য সামগ্রী কিনে সেগুলির স্বাদ গ্রহণ করেন বিদ্যালয়ে আসা অন্যান্য ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ে এই ধরনের উদ্যোগ এবছর প্রথম। তবে ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা যেভাবে আনন্দের সঙ্গে আজকের এই উৎসবে অংশগ্রহণ করেছেন তাতে আগামী দিন এই উৎসব আরো বড় মাপে করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মোদক।
পাশাপাশি তিনি জানান, “এই ধরনের কর্মসূচির ফলে ছাত্র-ছাত্রীরা তাদের একঘেয়ে পড়ার পরিবেশ থেকে বেরিয়ে আনন্দ লাভের পাশাপাশি বিদ্যালয়মুখী হবে। সেই সঙ্গে ভবিষ্যতে জীবিকা নির্বাহের নতুন দিশা খুঁজে পাবে তারা। বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরাও।