পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র শিল্পের ঐতিহ্যকে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্পী পর্ষদ, পিংলার নয়াগ্রামের পটচিত্র শিল্পী এবং অধিবাসীবর্গ ও চিত্রতরু কাস্টার এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে পটচিত্র মেলা -২০২২।
উল্লেখ্য, পিংলার গর্ব বিশ্ব বিখ্যাত পটচিত্রের মেলা
নয়াগ্রামের পটুয়ায় ২০০৯ সালে সূচনা হয়। মাঝে দুই বছর করোনার কারণে এই মেলা বন্ধ ছিল। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী মেলার আজ শুভ উদ্বোধন হয়েছে। এই ঐতিহ্যশালী মেলার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী, রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইঞা। আগামী ২৮ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত চলবে এই মেলা।