করোনা পরিস্থিতিতে নিম্ন মধ্যবিত্তের কথা মাথায় রেখে কম দামে লক্ষ্মী প্রতিমা গড়তে ব্যস্ত উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার মৃৎ শিল্পীরা

অলোক ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ অক্টোবর: চলতি বছরে নিম্ন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে কম দামে লক্ষ্মী প্রতিমা গড়তে ব্যস্ত উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার মৃৎ শিল্পীরা। শুক্রবার করোনা সতর্কতা অবলম্বন করেই আপামর বঙ্গবাসী ধনদেবী মা লক্ষ্মীরর আরাধনায় মাতবে। মৃৎ শিল্পীদের হাতে মাত্র একটা দিন। তাই চূড়ান্ত ব্যস্ত উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া এলাকার মৃৎ শিল্পীরা। করোনা পরিস্থিতিতে অধিকাংশ মানুষই চলতি বছরে আরম্ভরহীন ভাবে মা লক্ষ্মীর আরাধনা করবেন, সেই কারণে চলতি বছরে ছোট ছোট লক্ষ্মী প্রতিমাই বেশি গড়ছেন মৃৎ শিল্পীরা। বড় মা লক্ষ্মীর প্রতিমা তুলনায় কম তৈরী হচ্ছে চলতি বছরে। মা লক্ষ্মীর প্রতিমা গড়তে এখন চলছে প্রতিমায় শেষ মুহূর্তের তুলির টান।

প্রতিমা শিল্পীরা জানালেন,”নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কথা মাথায় রেখেই এবছর ছোট ছোট লক্ষ্মী প্রতিমা বেশি তৈরী করা হয়েছে। মানুষের আর্থিক অবস্থা ভালো নয়। তাই মাত্র ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত প্রতিমার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে। যাতে কম দামে ছোট ছোট লক্ষ্মী প্রতিমা বাড়িতে নিয়ে গিয়ে এবছর ধন দেবীর আরাধনা করতে পারে নিম্ন মধ্যবিত্তরা সকলেই ।” মৃৎ শিল্পীদের একটাই প্রার্থনা, দ্রুত করোনা মুক্ত হোক গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *