জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ অক্টোবর: শনিবার খড়গপুর বাজার থেকে আলু কিনতে পারলেন না ক্রেতারা। এদিন সকালে বাজারে গিয়ে তারা আলু খুঁজে না পেয়ে কচু ওল কিনে ব্যাগ ভরিয়ে বাড়ি ফিরেছেন। বেশি দামে আলু বিক্রি করা নিয়ে শুক্রবাদ ব্যবসায়ীদের পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। পুলিশ খুচরো বিক্রেতাদের কাছ থেকে আলু কেনার রসিদ দেখতে চাইলে কোনও ব্যবসায়ী তা দেখাতে পারেনি। ব্যবসায়ীরা পুলিশকে জানিয়েছে আলু পাইকাররা তাদের কোনও রসিদ দিচ্ছেন না।
ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, আলুর আড়তদাররা পাইকারদের রসিদ দিতে রাজি হচ্ছেন না। যতদিন পর্যন্ত না পাইকাররা রসিদ দিচ্ছেন ততদিন তারা আলু বিক্রি করবেন না। বর্তমানে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৩৫ টাকা দরে আলু এবং ৭০ থেকে ৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর ফলে নাস্তানাবুদ অবস্থা হচ্ছে ক্রেতাদের।