স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ নভেম্বর: ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করল রায়গঞ্জ মার্চেণ্ট এসোসিয়েশন।বাজার থেকে অনেক কম দামে আলু বিক্রি হওয়ায় সেই আলু কিনতে ক্রেতাদের ভিড় উপচে পড়ে। মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক অতুনু বন্ধু লাহিড়ি জানিয়েছেন, আলুর দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে চলে গেছে। সাধারন মানুষ যাতে আলু কিনতে পারে সেই কারনে তারা এই উদ্যোগ নিয়েছেন। ডিসেম্বর মার্চেণ্ট এসোসিয়েশনের এই উদ্যোগে খুশী রায়গঞ্জের বাসিন্দারা।
শীতের মরসুমেও শাক সব্জীর দাম আকাশ ছোওয়া।সাধারন মানুষ আলু সিদ্ধ ভাত খেতে চাইলেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কারন আলুর দাম খোলা বাজার ৪০ টাকা। ইতিমধ্যে ব্লক প্রশাসনের কর্তা এবং ইবির আধিকারিকরা বাজার পরিদর্শন করলেও আলুর দামের কোনও হেরফের করা সম্ভব হয়নি।? বাধ্য হয়েই সাধারন মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সুফল বাংলার মাধ্যমে বিন্দোল এগ্রোপ্রডিউসার কোম্পানীর নামে রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সহযোগিতায় আজ থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি শুরু হল। প্রত্যেককে দুই কেজি করে আলু দেবার ব্যবস্থা করা হয়েছে।