মেদিনীপুরে মাওবাদীদের নামে পোস্টার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ অক্টোবর: শনিবার সকালে মেদিনীপুর শহর সংলগ্ন গোপালিচক ও ঈশ্বরপুর এলাকা থেকে লাল কালিতে লেখা মাওবাদী (সিপিআই- মাওবাদী) নামাঙ্কিত পোস্টার উদ্ধার করেছে পুলিশ। যদিও এই পোস্টার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি বলেন, “এখানে বিভিন্ন সম্প্রদায়ের দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে। তাই, মাওবাদী বলে মনে হচ্ছে না। আতঙ্কিত হবেন না। পুলিশ সতর্কতার সঙ্গে বিষয়টির উপর নজর রেখেছে।”

মেদিনীপুর শহরের ৪ নং ওয়ার্ডের ঈশ্বরপুর এলাকায় আজ সকাল-সকাল মাওবাদীদের নামে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টার দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় কোতোয়ালী থানায়। পুলিশ এসে পোস্টার উদ্ধার করে নিয়ে যায়। তবে, মাওবাদী পোস্টার বলে মানতে রাজি হননি জেলার পুলিশ আধিকারিকরা। জানা গেছে, শাসকদল এবং রাজ্য সরকারকে উদ্দেশ্য করে পোস্টারে লেখা ছিল, “আদিবাসীদের পাট্টা দেওয়া হচ্ছে না কেন, অকারণে হেনস্থা করা হচ্ছে কেন? “টাকার বিনিময়ে চাকরির পদ বিক্রি করা হচ্ছে কেন? অবৈধ বালি খাদান চলছে কেন এবং চাকরির লোভ দেখিয়ে মাওবাদীদের কেনা যাবে না” প্রভৃতি।

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “মা মাটি মানুষের সরকারের উন্নয়নের কাজকর্ম সহ্য করতে না পেরে, কেউ বা কারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে আছেন, সমস্ত সম্প্রদায়ের জন্য তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। প্রকৃত মাওবাদীদের মূলস্রোতে ফেরানোর কান্ডারীও তিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *