আমাদের ভারত, শিলিগুড়ি, ৪ মে: সফরের আগে অমিত শাহের বিরুদ্ধে পোস্টার পড়ল পাহাড়ে। পোস্টারে লেখা ‘গোর্খাবাসিদের আর কতদিন মিথ্যা সইতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও।’ পাহাড় সহ সমতল শিলিগুড়িতেও এই পোস্টার নজর পড়েছে।
সদ্য তৈরি হওয়া নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ এই পোস্টার লাগিয়েছে। দলের প্রতিষ্ঠাতা সভাপতি এসপি শর্মা বলেন, “মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই বিজেপি নির্বাচনে জেতে। তারা গোর্খাদের নিয়ে কোনও চিন্তা করে না। তাই এখনও অবধি আমাদের আলাদা রাজ্য হয়নি। এভাবে আর কতদিন পাহাড়বাসিকে বোকা বানাবে বিজেপি। আমরা চাই এই সফরেই অমিত শাহ এবিষয়ে মুখ খুলুক। আমরা স্থায়ী রাজনৈতিক সমাধান নয়, পৃথক রাজ্য চাই। এই কারণেই বিজেপিকে পাহাড় ভোট দিয়েছিল। কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ।”
যদিও পরিষদের এই পোস্টার দেওয়াকে গুরুত্ব দিতে নারাজ শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, “পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে কেন্দ্র সরকার। এটা সংবেদনশীল বিষয় তাই তাড়াহুড়ো করতে চাইছে না সরকার। মনে রাখতে হবে পাহাড়ের বিষয়ে কেন্দ্র সরকার ছাড়াও রাজ্য সরকার ও পাহাড়বাসির মতামত চাই। সুতরাং এভাবে পোস্টার দিয়ে এই সমস্যার সমাধান হবে না।”