ব্যারাকপুরে অর্জুন ঘনিষ্ঠ বিজেপি জেলা সভাপতিকে সরানোর দাবিতে পোস্টার

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বিতর্ক যেন কিছুতেই বিজেপির পিছু ছাড়ছে না। অর্জুন সিং দল ছাড়ার পর এবার তার ঘনিষ্ট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিকে সরানোর দাবি উঠল। এই দাবিতে আজ শ্যামনগরের বিভিন্ন এলাকায় ফ্লেক্স ও পোস্টার লাগানো হয়েছে।

ব্যারাকপুরের দুঁদে রাজনীতিক সাংসদ অর্জুন সিং বিজেপি ছাড়ার পর সাংগঠনিক ভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছে ব্যারাকপুরের বিজেপি। সেই ড্যামেজ কন্ট্রোল করতে আজ বিজেপির সাংগঠনিক বৈঠক রয়েছে শ্যামনগরে। সেখানে উপস্থিত থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র। উদ্দেশ্য সাংগঠনিক সমন্বয় ও শক্তি বৃদ্ধি। তার আগেই সকাল বেলায় দেখা গেল শ্যামনগর এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় ফ্লেক্স ও পোস্টার লাগানো হয়েছে “অর্জুন সিং এর দালাল বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্দীপ ব্যানার্জি কে দল থেকে বহিষ্কার করা হোক।”

এই ঘটনায় স্বাভাবিক ভাবেই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিজেপির গোটা ব্যারাকপুর সাংগঠনিক জেলা জুড়ে। উল্লেখ্য সন্দীপ ব্যানার্জিকে অর্জুন সিং উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে জেলা সভাপতি করেন এবং সন্দীপ ব্যানার্জি এলাকায় অর্জুন সিং ঘনিষ্ট বলেই পরিচিত।

অর্জুন সিং এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাই অর্জুন ঘনিষ্ট সন্দীপকে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি পদে রাখা বিপদজনক। তাতে দলের গোপন তথ্য, রাজনৈতিক রণকৌশল ফাঁস হতে পারে। সেই আশঙ্কা থেকেই বিজেপির একাংশের দাবি, অর্জুন সিং ঘনিষ্ট সন্দীপ ব্যানার্জিকে সরিয়ে নতুন কাউকে জেলার দায়িত্ত্ব দেওয়া হোক। তাই আজ সাংগঠনিক বৈঠকের আগে শ্যামনগরের বিভিন্ন জায়গায় পুরোনো বিজেপি কর্মীদের প্রতিবাদী বক্তব্য সহ ফ্লেক্স হোর্ডিং টানিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এই বিষয়ে সন্দীপবাবু বলেন, “এই পোস্টার বিজেপি না তৃণমূলের তরফ থেকেই দেওয়া হয়েছে। কারন আমি যখন এই জেলার দ্বায়িত্বে আসি তখন আমাকে উচ্চ নেতৃত্ব নির্দেশ দিয়েছিল অর্জুন সিং এর সাথে সমন্বয় করে চলতে আমিও সেই পথেই চলেছি। এক্ষেত্রে কারুর ঘনিষ্ট মনে হলে আমাকে সামনে এসে জিজ্ঞেস করুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *