সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ জানুয়ারি: বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা
সভাপতির বিরুদ্ধে পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরের সাথে সাথেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজ এই পোস্টার নজরে আসতেই তীব্র আলোড়নের সৃষ্টি হয়।
পোস্টারে বর্তমান বিজেপি জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিগত লোকসভা নির্বাচনে দলের বিরুদ্ধে কাজ করা এবং তৃণমূলকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। এবং তা প্রমাণ সহ জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে, তা সত্বেও তাকে কেন অপসারিত করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।পোস্টার থেকেই উঠে এসেছে সেটিং তত্ব। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি।পোস্টারে তার কোনও উল্লেখ নেই।
পোস্টার কান্ডে বিজেপির পক্ষ থেকে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের পক্ষ থেকে তা অস্বীকার করে বলা হয়েছে, এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল।
তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকাসেন মজুমদার বলেন, তৃণমূল এসব করতে যাবে কেন? এটা ওদের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে হতে পারে। ওদের তো প্রাক্তন সাংসদের একটা গোষ্ঠী,
এমএলএ’র একটা, জেলা সভাপতির একটা। ওদের ঠিক নেই। এসআইআর নিয়ে মানুষকে হয়রানি করছে আর জোর দিয়ে বলছে ২৬- এর বিধানসভা নির্বাচনে জিতবো।
অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিজেপি জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, বিজেপির জনপ্রিয়তা বাড়তে দেখেই তৃণমূল এসব কাজ করছে। ওদের পায়ের তলার মাটি যত আলগা হচ্ছে ততই কুৎসা রটানোর মত কাজ শুরু করেছে।

