জে মাহাতো, মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: বুধবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে মেদিনীপুর শহরের চিত্র পরিচালক রাকিবুল হাসানের পরিচালনায় ও অদ্রিজা দাস অভিনীত মাইক্রো ফিল্ম “অন্তরালে” ও উঠতি পরিচালক ও অভিনেতা স্বরূপ পাসোয়ান পরিচালিত ও অভিনীত শর্ট ফ্লিম “সব দোষ আমার” এর পোষ্টার উন্মোচন ও প্রচারের উদ্বোধন হয়েছে।
পোষ্টার উন্মোচন করলেন মেদিনীপুর শহরের বিশিষ্ট লেখিকা রসেনারা খান ও চলচ্চিত্র জগতের সিদ্ধার্থ সাতরা ও সুমন্ত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল, পরিচালক ও অভিনেতা নিশীথ দাস, রাকিবুল হাসান, স্বরূপ পাসোয়ান, সুদীপ্ত দে, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মনিকাঞ্চন রয় ও নরসিংহ দাস, শহরের নামকরা গায়ক দীপেশ দে ও বিশিষ্ট পরিচালক ইন্দ্রদীপ সিনহা ও আরো অনেক গুণীজন।
অনুষ্ঠানের শুরুতেই দুটি ছবির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সিদ্ধার্থ সাতরা, সুমন্ত সাহা ও রশেনারা খান।
মেদিনীপুর শহরে হয়ে যাওয়া মেদিনীপুর ফ্লিম ফেস্টিভ্যালে মাইক্রো ফিল্ম ক্যাটাগরিতে অন্তরালে ফিল্মটি সেরা মাইক্রো ফিল্ম ও সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে। এই ফিল্মের অভিনেত্রী মেদিনীপুর শহরের অদ্রিজা দাস সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।