কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: আজ মেদিনীপুরের অমিত শাহের সভাকে কেন্দ্র করে যখন রাজনৈতিক চাপানউতোর তখন শহরজুড়ে দেখা গেল অন্য এক চিত্র। ছাত্র সংগঠন ডিএসও’র নামে মেদিনীপুরের উল্লেখযোগ্য স্থানগুলোর দেওয়ালে দেখা গেলো ‘অমিত শাহ গো ব্যাক’র পোস্টার। এছাড়াও পোস্টারে বলা হয়েছে বিদ্যাসাগর ক্ষুদিরামদের মাটিতে দাঙ্গাবাজ, কৃষক নিধনকারীদের ঠাঁই নাই। একই পোস্টার দেখা গেছে বেলদা, সবং, রেল শহর খড়্গপুরেও।
এ সম্পর্কে ডিএসও’র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন, যে মানুষটি দেশের অসংখ্য সাম্প্রদায়িক দাঙ্গার নায়ক, যাদের পূর্বসূরীরা ইংরেজদের গোলামী করেছে, বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে, মুচলেখা লিখে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সম্প্রতি আমাদের অন্নদাতা কৃষকদের ওপর লাঠি, টিয়ারগ্যাস, জলকামান চালাচ্ছে সেই নেতাকে এই বিদ্যাসাগরের মাটিতে, ক্ষুদিরামের মাটিতে স্থান দেওয়া যায় না। আমরা ভারতবর্ষের একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন এআইডিএসও এদের বিরুদ্ধে শুধু রাজনৈতিক নয় সাংস্কৃতিক দিক থেকেও লড়াই করছি। বিজেপির বিভেদকামী সংস্কৃতির পাল্টা সংস্কৃতি যেটা বিদ্যাসাগর, শরৎচন্দ্র, সুভাষ বোসরা বহন করেছিলেন সেই সংস্কৃতি আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, আমরা আশাবাদী। কারণ জয় সত্যেরই হয়।