স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ ডিসেম্বর: রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জে শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী রাজীব ব্যানার্জির অনুগামীদের পোষ্টারের পর এবার সুদূর চোপড়াতে শুভেন্দু অধিকারীর অনুগামীদের পোষ্টার পড়ল। রাতে চোপড়া বিডিও অফিস এবং তিস্তা মোড় এলাকায় দাদার অনুগামীদের পোষ্টারকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় তৃনমূল কংগ্রেস এই পোষ্টার পড়াকে আমল দিতে রাজি নন। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, শুভেন্দু অধিকারি এখনও দলের একজন বিধায়ক। তাই কারা অনুগামী বলে পোষ্টার লাগাচ্ছেন তাতে কিছু যায় আসে না। শুভেন্দু অধিকারী দল ছাড়লে তখন যদি কেউ পোষ্টার লাগায় তখন দল তাদের খুঁজে বের করার চেষ্টা করবে।
চোপড়ার বিজেপি নেতা সুবোধ সরকারের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দের কারণে এধরনের পোষ্টার পড়ছে। এই পোষ্টারের মাধ্যমে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তাদের দিকে কতখানি পাল্লা ভাড়ি আছে সেটা যাচাই করে নিচ্ছেন। বিজেপি রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত আছে। এসমস্ত পোষ্টার লাগানোর সময় তাদের হাতে নেই বলে সুবোধ সরকার সাফ জানিয়ে দিয়েছেন।